বর্তমান সময় আমরা যে বিষয় নিয়ে Harassment এর শিকার হচ্ছি তা হলো ফেসবুক এ আপনার নামে ফেক আইডি।
কিছু অসাধু লোক আছে যারা কি না আপনার নাম ও ছবি দিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ পরিচালনা করতেছে।
মুক্তির উপায়:
- আইডি প্রোফাইল লকড অথবা পোস্ট ফ্রেন্ড অপশন করে দিন
- অপরিচিতদের অ্যাড করা থেকে বিরত থাকুন।
- প্রয়োজন ছাড়া ইনবক্স এ অন্যকে বা অপরিচিত কাওকে ছবি দিবেন না।
এরপরও কোনোভাবে আপনার নাম ও ছবি ব্যাবহার করে আইডি খুললে যা করবেন!
- প্রথমে আপনার ফ্রেন্ড সার্কেল দারা আইডি তে রিপোর্ট করাবেন।
- এরপর আপনি নিজে রিপোর্ট করবেন আপনার সেই আসল আইডি থেকে,যে আইডি এর নাম ও ছবি ব্যাবহার করে ফেক আইডি টি বানিয়েছে সেই আইডি থেকে।
আইডি তে যেভাবে রিপোর্ট করবেন আপনার আইডি থেকে,
- প্রথমে সেই ফেক অ্যাকাউন্ট টিতে যাবেন।
এরপর ডান পাশে থ্রি ডট মেনু তে ক্লিক করবেন।
স্ক্রীনশট এ দেখানো মতো,,
এবার find support or report profile এ ক্লিক করুন।
স্ক্রীনশট এ দেখানো মতো,,
এবার ফেক একাউন্ট এ ক্লিক দিন।
এবার কর্নার এর টিক মার্ক টা দিয়ে সাবমিট রিপোর্ট।
স্ক্রীনশট ফলো করুন,,
এবার আবার find support or report profile থেকে pretending to be someone এ ক্লিক দিন।এরপর me এ ক্লিক দিন।নিচের ঘর মার্ক করে submit report। এরপর next এ ক্লিক দিন।
স্ক্রীনশট ফলো করুন,,,
এবার প্রোফাইল ফটো আর কভার ফটো তে Harassment >Me রিপোর্ট দিন।
স্ক্রীনশট ফলো করুন,,,
আপনার কাজ শেষ।এবার পারলে আরো কিছু আইডি থেকে ফেক একাউন্ট রিপোর্ট করবেন।
আশা করি এতেই আপনার নাম ও ছবি দিয়ে খোলা আইডি টি রিমুভ হবে।
এরকম আরো নানান ধরনের তথ্য পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন প্রতিদিন।
ধন্যবাদ।
Report Print
About Author
4 Responses to "আপনার নাম ও ছবি ব্যবহার করে কেউ ফেসবুক আইডি খুললে কি করবেন? বিস্তারিত দেখুন....."
Valo lagle feedback diye jaben.
ReplyDeleteGreat
ReplyDeleteReport korar tricks gulo jene nilam
Thanks for stay with us❤️
DeleteGood article Thanks
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.