Be a blogger! Share your knowledge.
» » Two Factor Authentication On System Using Authenticator App
PriyoTrickBD PriyoTrickBD PriyoTrickBD

Two Factor Authentication On System Using Authenticator App



গতকালকের পোস্ট এর পর সবাই যে বিষয় তো নিয়ে বেশি কমেন্ট করতেছে সেটি হলো "Two Factor Authentication" অন করা নিয়ে।
অনকেই বলতেছে এতো নাম্বার পাবো কিভাবে ২-৩ টা আইডি আছে।আবার অনেকের সমস্যা নাম্বার দিয়ে অন করলে নাম্বার এ কোড সেন্ড করে না ফেসবুক।
তো চলুন সমাধান দেই আপনাদের....
- যারা একাধিক আইডি ইউজ করেন, তারা অবশ্যই গুগোল এর Authentication অ্যাপ এর মাধ্যমে Two Factor Authentication অন করবেন।(কিভাবে করবেন প্রসেস নিচে বলা আছে)
- যাদের সিম এ কোড আসা নিয়ে সমস্যা তারাও অ্যাপ ইউজ করতে পারেন।

অ্যাপ এর সুবিধা অসুবিধা:
অসুবিধা:-
- অ্যাপ কখনই কোনোভাবে ফোন থেকে আন ইন্সটল করা যাবে না।
- ফোন হারিয়ে গেলে কোনো ভাবে সেই অ্যাপ এর কোড পাবেন না

সুবিধা:
- কোড দিতে কোনো সমস্যা হয় না।
- একাধিক আইডি এর জন্য ব্যাবহার করতে পারবেন।

এখন কথা হলো আপনি চাচ্ছেন যে,সিম দিয়েই Two Factor Authentication অন করবেন।কোড না আসলেও যেনো সমস্যা না হয়।
আবার অ্যাপ আন ইনস্টল বা মোবাইল হারিয়ে গেলেও যেনো আইডি লগইন করতে পারেন।

সমাধান:
- Two Factor Authentication অন করার পর নিচে দেখুন রিকভারি কোড(Recovery Codes) নামে একটি অপশন পাবেন।সেখানে ক্লিক করে আপনাকে ১০ টি কোড দেয়া হবে সেগুলো খাতায় কিংবা স্ক্রীনশট নিয়ে রাখুন। মানে হলো সব কিছু হারায় - মারায় গেলেও যেনো কোড গুলা থাকে আপনার কাছে।
- তো আশা করি আর বুজাতে হবে না।এবার কোড না দিলে ব্যাকআপ কোড গুলো ব্যাবহার করুন।

এবার আসি কিভাবে অ্যাপ দিয়ে Two Factor Authentication অন করবেন।
- প্লে স্টোর থেকে Authenticator অ্যাপ টি নামিয়ে নিন।


- এবার security and login থেকে Use Two Factor Authentication এ ক্লিক দিন।


- Authentication App সিলেক্ট করুন।


- নিচে দেয়া কোড টি কপি করুন।করে কন্টিনিউ দিন।


- এবার Authenticator অ্যাপ এ প্রবেশ করুন।
- অ্যাপ এর ভিতরে + প্লাস আইকন এ ক্লিক দিন।
- Enter a Setup key তে ক্লিক দিয়ে Your code এর ঘরে আপনার কোড দিন।উপরর ঘরে আপনার নাম দিন। এবার add এ ক্লিক দিয়ে কোড টি কপি করে নিয়ে গিয়ে Two Factor Authentication অন করুন।

কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স এ আমাদের সাইট লিঙ্ক দেয়া আছে সেখানে স্ক্রীনশট দিয়ে ভালো ভাবে বুঝানো আছে।

পোস্ট ক্রেডিট সম্পূর্ণ © Bangladeshi Red Spammer
লিখেছেন © Jibon Roy
Report Print

About Author


0 Response to "Two Factor Authentication On System Using Authenticator App"

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Total Visitors



Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
Terms Of UseCopyright Issues